ঢাকা, সোমবার   ১৩ জানুয়ারি ২০২৫

১১ ধাপ এগিয়েছেন মোমিনুল 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৩, ২৯ নভেম্বর ২০১৮

আইসিসি টেস্ট র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় ১১ ধাপ এগিয়েছেন বাংলাদেশের বাঁ-হাতি ব্যাটসম্যান মোমিনুল হক। চট্টগ্রাম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১২০ ও ১২ রানের ইনিংস খেলেন তিনি। ফলে র‌্যাংকিং-এ উন্নতি হয় মোমিনুলের। ৬০৮ রেটিং নিয়ে ২৪তমস্থানে রয়েছেন তিনি।      

বাংলাদেশের মধ্যে র‌্যাংকিং-এ ব্যাটসম্যানদের তালিকায় সবার উপরে আছেন সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক মুশফিকুর রহিম। চট্টগ্রাম টেস্টে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। ৪ ও ১৯ করেন তিনি। ফলে র‌্যাংকিং-এ কোন উন্নতি হয়নি তার। ৬১১ রেটিং নিয়ে ২১তম স্থানে রয়েছেন মুশফিক।

৬০৩ রেটিং নিয়ে ২৮তম স্থানে রয়েছেন অধিনায়ক সাকিব আল হাসান। শীর্ষ ১শ জনের মধ্যে বাংলাদেশের অন্যান্য ব্যাটসম্যানরা হলেন- তামিম ইকবাল, মাহমুদুল্লাহ রিয়াদ, ইমরুল কায়েস, সৌম্য সরকার, লিটন দাস ও মেহেদি হাসান।

এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি